অগ্নিকান্ডে ৮ বসতঘর পুড়ে গেছে

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় আগুনে ৮টি বসতঘর পুড়ে গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে কোদালা ইউনিয়নের কাঁঠালতলী এলাকায় এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া ষ্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
জানতে চাইলে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া ষ্টেশন কর্মকর্তা লিটন হাওলাদার বলেন, চুলার আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে মাওলানা আব্দুল হাকিম, মো. আজিজুল হক, মো. সিরাজুল হক, নূর মোহাম্মদ, আবু তাহের, ফয়জুল হক, মাওলানা আবুল বশর, আবুল খায়েরের বসতঘর পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

Share.

Leave A Reply