নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ার পশ্চিম পোমরা গোমস্তা পাড়া আল হুদা একতা সংঘ আয়োজনে ও প্রবাসীদের সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১২নভেম্বর) রাতে পশ্চিম পোমরা গোমস্তার পাড়া জামে মসজিদ মাঠে অধ্যাপক সাইফুল আলম মাসুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সৈয়্যদ মছিহুদ্দৌলা (মা.)। প্রধান ওয়ায়েজিন ছিলেন মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী, জাফর আহাম্মদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মাদ মহাব্বত আলী, বিশেষ বক্তা ছিলেন মাওলানা আলী শাহ্ নেছারী, মাওলানা এয়াকুব আলী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা জাহেদুল আলম আলকাদেরী। মাহফিলের প্রথম দিবসে বাদে আছর পবিত্র খতমে কোরআন বাদে মাগরিব পবিত্র খতমে গাউছিয়া শরীফ অনুষ্ঠিত হয়।