আব্বাস হোসাইন আফতাব ঃ
ঈদের নামাজ শেষে চট্টগ্রাম নগরীর বাসা থেকে রাঙ্গুনিয়ার গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন ব্যবসায়ী মঈনুল ইসলাম মানিক (৩২)। গ্রামের বাড়িতে তিনি ঠিকই এসেছেন, তবে লাশ হয়ে। সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল এই ব্যবসায়ীর। বুধবার(২১ জুলাই) দুপুরের দিকে এই ঘটনা ঘটলেও নিহতের পরিবার তাঁর মৃত্যুর খবর পান রাতে। বৃহষ্পতিবার (২২ জুলাই) সকাল ১১ টার দিকে রাঙ্গুনিয়ার কাটাখালী গ্রামে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়।
নিহত মঈন উদ্দিনের ছোট ভাই মো. ফাহিম বলেন, বুধবার (ঈদের দিন) সকালে চট্টগ্রাম নগরীর শুলকবহর বাসা থেকে ঈদের নামাজ শেষে বের হয়েছিলেন তিনি। গ্রামের বাড়িতে আসার খবর তিনি মুঠোফোনে পরিবারকে জানিয়েছিলেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও তিনি না আসায় সম্ভাব্য সব স্থানে খোঁজ নেন। পরে রাতে খোঁজ পান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর লাশ রয়েছে। তিনি সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্বামীর মৃত্যৃর খবরে স্ত্রী ও অজ্ঞান হয়ে অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।
হাটহাজারী থানা পুলিশ জানায়, বুধবার (২১ জুলাই) দুপুরের দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর মদুনাঘাট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিক্সার সংর্ঘষে মাথায় আঘাত পান তিনি। পুলিশ খবর পেয়ে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
নিহতের পরিবার জানায়, ব্যবসায়ী মানিকের বাড়ি রাঙ্গুনিয়া হলেও চট্টগ্রাম নগরীর শুলকবহরে পরিবার নিয়ে থাকতেন। ঈদের দিন গ্রামের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন তিনি। এছাড়া তাঁর মায়ের কবর জেয়ারতের কথা তিনি পরিবারকে জানিয়ে বের হন।
ঈদে গ্রামের বাড়ি বেড়াতে যাওয়া হলোনা মানিকের
0
Share.