নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের উদ্যোগে রাঙ্গুনিয়া পৌরসভার ৪৫০ জন দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) বিকালে পৌরসভার এডাভোকেট নুরুচ্ছাফা তালুকদার অডিটোরিয়ামে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা এনএনকে ফাউন্ডেশনের সভাপতি মাস্টার নির্মল কান্তি দাশ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সদস্য ও চট্টগ্রাম জেলা জজ কোর্টের আইনজীবি এডভোকেট কামরুন নাহার বেগম। উপজেলা এনএনকে ফাউন্ডেশনের সমন্বয়ক এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ, হাটহাজারী ইডেন ইংলিশ স্কুলের প্রিন্সিপাল মাহনূর তাছনিম, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, পৌরসভার কাউন্সিলর জালাল উদ্দিন, নুরুল আবছার জসিম, তারেকুল ইসলাম চৌধুরী, লোকমানুল হক তালুকদার, নূর জাহান বেগম, ইয়াসমিন আক্তার, জেসমিন আক্তার, বেতাগী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, পৌরসভা এনএনকে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. ইউনুস প্রমুখ। শেষে সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।
এনএনকে ফাউন্ডেশনের কম্বল পেল রাঙ্গুনিয়ার পৌরসভার ৪৫০ জন শীতার্ত
0
Share.