রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ার কোদালা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউছার নূর লিটন। ৯ ডিসেম্বর চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়া কমিটিতে সদস্য সচিব পদে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর বড়–য়া, অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে এম খোরশেদ আলম, মোহাম্মদ ইদ্রিস আলম, মো. জসিম উদ্দিন, মো. আব্দুল গফুর, ফেরদৌস আক্তার, শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে আ.ন.ম ফখরুল ইসলাম ,টিটু চক্রবত্তী ও তছলিমা খানমকে নির্বাচিত করা হয়। কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের এ্যাসিসটেন্ট ম্যানেজার কাউছার নূর লিটন কোদালা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হন।
কাউছার নূর লিটন কোদালা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত
0
Share.