কাল রাঙ্গুনিয়ায় আ.লীগের সভায় যোগ দেবেন তথ্যমন্ত্রী

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় বর্ধিত সভা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কাল রোববার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। সভায় সাংগঠনিক কার্যক্রমসহ দলীয় বিবিধ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। সভায় রাঙ্গুনিয়াস্থ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক বৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।

Share.

Leave A Reply