রাঙ্গুনিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবীতে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ ডিসেম্বর) সকালে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের ইছাখালী থেকে শুরু হয়ে কাপ্তাই সড়কের বিভিন্ন স্পট প্রদক্ষিণ শেষে রোয়াজারহাট গিয়ে শেষ হয়। পরে আয়োজিত সমাবেশে উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক রাসেল রাসুর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের, রাঙ্গুনিয়া পৌরসভা কৃষক লীগের সাধারন সম্পাদক এনামুল হক, পৌরসভা ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর লোকমানুল হক তালুকদার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি ইউসুফ রাজু প্রমুখ। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নুর কবির রাজু, শাহাদাত সুমন, যুবলীগ নেতা মো. পারভেজ, জসিম উদ্দীন, মোহাম্মদ আলমগীর, মো:খোরশেদ, ছাত্রলীগ নেতা মো. রাসেল, মো. সোহেল, মো. আজাদ, মো. বাবু, মো. তাহের, মো. বাবলু, মো. আসিফ করিম চৌধুরী, আলি শাহ, মো. বেলাল, নওশাদ মুন্না, মো. খোরশেদ, মো. শাওয়াল, মো. মিজান, মো. সাব্বির, মো. শাখাওয়াত, মো. ফয়সাল, মো. রাফি, মো. ইমন, মো. সান, মো. মুন, মো. সাকিব, রবিন, জর্জ প্রমুখ।
উল্লেখ্য শুক্রবার রাতের আঁধারে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অংশ বিশেষ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
0
Share.