রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রামের শস্যভান্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাইবিলে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রান্তিক কৃষকদের সংগঠন “গোল্ডেন রাইস এসএমই দলের” আয়োজনে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়। সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে গুমাইবিলের মরিয়মনগর কাটাখালী এলাকায় আয়োজিত নবান্ন উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার। উপ সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী রমিজ উদ্দিন, ইউপি সদস্য এরশাদুর রহমান রোকন, মো. ইসমাঈল, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শহিদুজ্জামান, লোকন বিশ্বাস, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. বেলাল, কৃষক মো. নুর উদ্দিন, সিরাজুল ইসলাম, মো. মুন্না, মো. আমজাদ হোসেন, মো. রাশেদুল ইসলাম প্রমুখ। আমনের বাম্পার ফলন এবং ধানের ন্যায্য মূল্য পাওয়ায় ব্যতিক্রমী এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
গুমাইবিলে নবান্ন উৎসব
0
Share.