রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে সোমবার (১৭ জানুয়ারি) বিকালে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বৃহত্তর বনগ্রাম আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক সওদাগর। সাধারণ সম্পাদক মো. হারুন সওদাগরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। উদ্বোধক ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হারুন সওদাগর। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক আবু তাহের, সদস্য শেখর বিশ্বাস, ইলিয়াস কাঞ্চন চৌধুরী, আবু মনসুর, ইসমাইল সওদাগর, মো. নজরুল ইসলাম, শিমুল গুপ্ত, ইকবাল হোসেন বাবলু প্রমুখ। সম্মেলনে সভাপতি সম্পাদক পদে একাধিক প্রার্থী অংশ নিয়েছেন।
চন্দ্রঘোনায় আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত
0
Share.