রাঙ্গুনিয়া প্রতিনিধি
ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়ার আয়োজনে ও গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সহযোগিতায় মিলাদ মাহফিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসূল (দ.) পীরে বাঙাল আল্লাামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (ম.জি.আ.)।
মাহফিলে অংশ নিতে হাজার হাজার মানুষ সকাল থেকেই জমায়েত হন মাদ্রাসা মাঠে। আল্লাামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (ম.জি.আ.) এর ঈমামতিতে জোহরের নামাজ আদায়ের বায়াত গ্রহন করানো হয়। মাহফিল শেষে দেশ-জাতির উন্নতি, সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.) । মাদ্রাসার অধীন নবনির্মিত “তৈয়্যবিয়া কমপ্লেক্স” উদ্বোধন করেন তিনি।
চন্দ্রঘোনায় মিলাদুন্নবী (সা.) মাহফিলে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (ম.জি.আ.)
0
Share.