নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ার ঘাটচেক উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পৌর কাউন্সিলর মোহাম্মদ জসিম উদ্দিন শাহ্। ১২ মে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়া কমিটিতে সদস্য সচিব পদে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য প্রকৌশলী নিরদ বরণ বড়–য়া, সদস্য মো. শফিউল আলম, মো. আবু বক্কর সিদ্দিক, মো. পারভেজ,আব্দুল আজিজ,শামসুন নাহার,সুধাংশু চক্রবত্তী, এসএম জসিম উদ্দিন ও নঈমা বেগম নির্বাচিত হন।
জসিম শাহ্ রাঙ্গুনিয়ার ঘাটচেক উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত
0
Share.