নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গত ৫ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত ২৭০ জন রোগী চিকিৎসা নিয়েছে। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত গরম ও বৈরী আবহাওয়ার কারণে রাঙ্গুনিয়ায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে।
সরেজমিনে হাসপাতালের নারী ও পুরুষ ওয়ার্ডে গিয়ে দেখা যায় হাসপাতালের মেঝেতেও রোগী । মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা সাখাওয়াত হোসেন (৪৮)। তিনি বলেন, শুক্রবার (২১ মে) ভোররাতে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হন। এক দিন আগে থেকে তাঁর ডায়রিয়া শুরু হয়। মুখে স্যালাইনে কোনো উন্নতি না হওয়ায় তিনি হাসপাতালে চলে আসেন।
কথা হয় স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স টিকলু বড়ুয়ার সাথে। জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছেন। ‘হাসপাতালে গড়ে ৫০ থেকে ৬০ জন রোগী ভর্তি হলেও কয়েদিন ধরে ডায়রিয়া ও পেটব্যাথা নিয়ে হাসপাতালে বেশি রোগী ভর্তি হচ্ছেন। করোনা রোগীদের জন্য আলাদা কক্ষে শয্যা থাকায় সাধারণ ওয়ার্ডে একটু শয্যা সংকট রয়েছে তাই কিছু রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মো. মেজবাহ উদ্দিন আহমেদ ফাহিম বলেন, ‘করোনা রোগীর সাথে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগীর চাপ একটু বেশি। ডায়রিয়া হলে খাবার স্যালাইন খেতে হবে, প্রচুর পানি ও স্বাভাবিক খাবার খেতে হবে।’ প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব