রাঙ্গুনিয়া প্রতিনিধি
“তৃণমূলের ত্যাগী নেতা-কর্মীরা আওয়ামীলীগের প্রাণ। তাদের কারণেই আওয়ামীলীগ আজ পর পর তিনবার রাষ্ট্র ক্ষমতায়। তাই তৃণমূলের ত্যাগী নেতৃবৃন্দের মূল্যায়ণ করা আমাদের নৈতিক দায়িত্ব।” রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান একথা বলেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান দানু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসীম বরণ সুশীলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। উদ্বোধক ছিলেন সহসভাপতি আবদুল মোনাফ সিকদার।
বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবুল কাশেম চিশতী, তথ্য ও গবেষণা সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, সদস্য আকতার হোসেন খাঁন, উত্তরজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, তড়িৎ কান্তি দে, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার অলি আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম, মঈন উদ্দিন, সুপায়ন সুশীল, নুরুল আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল রাসু প্রমুখ।
“তৃণমূলের ত্যাগী কর্মীদের কারণেই আওয়ামীলীগ রাষ্ট্রক্ষমতায়”-শেখ আতাউর রহমান
0
Share.