দীর্ঘ ৫ বছর পর কাল রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন

0

দীর্ঘ ৫ বছর পর কাল শনিবার (১৬ অক্টোবর) বিকেলে  চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। পৌরসভার অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। সম্মেলনকে ঘিরে দীর্ঘদিন পর ছাত্রলীগ নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হতে অনেকেই জোর লবিং চালাচ্ছেন।  উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নুরুল আলম ও সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত বলেন, ” সভাপতি ও সাধারণ সম্পাদক হতে ৫২ জন ছাত্রলীগ নেতা-কর্মী ফরম জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে ২৩ জন ও সাধারণ সম্পাদক পদে ২৯ জন ছাত্রলীগ নেতা-কর্মী নির্ধারিত ফরম পূরণ করে জমা দেন। সম্মেলনের জন্য ৭টি উপ-কমিটি গঠন করা হয়েছে। সর্বশেষ ২০১৬ সালে উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

Share.

Leave A Reply