রাঙ্গুনিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। শনিবার (১ জানুয়ারি) উপজেলার প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হয়। সকালে চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুলে বই বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন রোকন। প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্দিরা বড়–য়া। শিক্ষক সুমি আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা, বিদ্যালয়ের পরিচালক রবিউল হোসেন মামুন প্রমুখ। শেষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
নতুন বছরের প্রথম দিনে বই পেল শিক্ষার্থীরা
0
Share.