প্রথম আলো রাঙ্গুনিয়া বন্ধুসভার নতুন সদস্য সংগ্রহ ও গঠনতন্ত্র নিয়ে আলোচনা সভা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সদরের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুুনিয়া বন্ধুসভার আহবায়ক শিক্ষক মো. আবু সায়েম। সদস্য সচিব মো. আজগর আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন রাঙ্গুনিয়া বন্ধুসভার যুগ্ম আহবায়ক মথি চাকমা, সুকন্যা বিশ্বাস প্রান্তিকা , সদস্য মো. আবদুল কাইয়ুম, নুসরাত জাহান অর্পি, জাওয়াদ হোসেন সেজান, মো. জোনাইদ হোসেন, মো. রায়হান, তাহসিন কোরেশী ও প্রথম আলোর রাঙ্গুনিয়া উপজেলা প্রতিনিধি আব্বাস হোসাইন আফতাব, । সভায় বন্ধুসভার আয়োজনে ২১ ফেব্র“য়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসউদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রথম আলো রাঙ্গুনিয়া বন্ধুসভার আলোচনা সভা অনুষ্ঠিত
0
Share.