রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারীয়া ও মইনিয়া যুব ফোরাম পোমরা হিলাগাজী পাড়া ৩নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা:) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল রবিবার (১৩ ডিসেম্বর) রাতে স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (মা.)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফ্রান্সে প্রিয় নবী (সা:) কে অবমাননার ঘটনাকে ধামাচাপা দিতেই ভাস্কর্য নামক নন ইস্যুকে ইস্যু বানিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করা হচ্ছে। বর্তমানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কথা বলা হচ্ছে। অথচ এরআগে জিয়াউর রহমানের ভাস্কর্যও ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে ভাস্কর্য রয়েছে। এরকম আরও অনেক ভাস্কর্য অনেক আগে থেকেই এদেশে প্রতিষ্ঠিত। সেসবের বিষয়ে কোন প্রতিবাদ কিংবা কথা হয়নি। কিন্তু বর্তমান সময়ে ফ্রান্সের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এই ভাস্কর্য নামক একটি নন ইস্যুকে ইস্যু বানানো হয়েছে। অথচ বিশ্বের অনেক মুসিলম দেশে শত শত ভাস্কর্য রয়েছে। তুরস্কের মতো দেশে অসংখ্য ভাস্কর্য রয়েছে। পৃথিবীর যেখানে সবচেয়ে শরীয়ার আইন মেনে চলে সেই ইরানেও অনেক ভাস্কর্য আছে। মূলত ইসলামকে ব্যবহার করে তারা ফায়দা হাছিলের চেষ্টা করছে। তারা বিভিন্ন সময় দেশের মধ্যে নানা গুজব রটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছে। এসব বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। তাদের ফাঁদে পা দেওয়া যাবে না।”
মাহফিলে অন্যান্যদের মধ্যে ধর্মীয় আলোচনায় অংশ নেন আল্লামা হাছান রেজা আলকাদেরী, শাহজাদা সৈয়দ আহমদ রেজা আল কাদেরী প্রমুখ। মুহাম্মদ আবু তাহের সওদাগরের সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক ছিলেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আহমদ শফি। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ ওয়াহিদুল কবির চৌধুরী, মাহফিল প্রস্তুতি কমিটির উপদেষ্টা মাস্টার বদিউল আলম, আহবায়ক প্রকৌশলী মুহাম্মদ এরশাদ কবির চৌধুরী, সদস্য সচিব আমিনুর রহমান বাবুল, অর্থ সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ। শেষে মিলাদ ও ক্বিয়াম শেষে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে কয়েক হাজার সুন্নী জনসাধারণ অংশগ্রহণ করেন।