বর্ণাঢ্য আয়োজনে রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের বর্ষপূর্তি

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন “রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক’র চতুর্থ বর্ষপূর্তি বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে কেক্ কাটা ,গুনীজন সম্মাননা, স্বেচ্ছাসেবী সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা মো. মাহবুবুল আলম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইফতেখার ইউনুস। উদ্বোধক ছিলেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ও ব্লাড ব্যাংকের প্রধান পৃষ্ঠপোষক ডাক্তার প্রবীর খিয়াং। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারল ইসলাম জিগার। ব্লাড ব্যাংকের অ্যাডমিন হাবীবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব ব্লাড ব্যাংকের উপদেষ্ঠা মো. রেজাউল করিম, এনামুল হক, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সাধারণ সম্পাদক এস এম ইকবাল, সদস্য উম্মে হাবিবা প্রমুখ। পরে সন্ধ্যায় বর্ষপূতি উপলক্ষে ফানুস উড়ানো হয়। এর আগে দুপুরে উপজেলার তিনটি এতিমখানা ও অনাথালয়ে খাবার বিতরণ করেন ব্লাড ব্যাংকের কর্মীরা। আগের দিন বৃহষ্পতিবার (১১ নভেম্বর) ব্লাড ব্যাংকের বর্ষপূতি উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার এতিম ও হেফজখানায় পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।

Share.

Leave A Reply