নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানে গঠিত বিডি ক্লিন রাঙ্গুনিয়ার দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান থানা সদরের সোহাগ কমিউনিটি সেন্টারে সোমবার (২৫ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির উপদেষ্টা মাহবুবুল আলম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস। উদ্বোধক ছিলেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান ও কুষ্ঠ হাসপাতালের পরিচালক ডাক্তার প্রবীর খিয়াং। বিডি ক্লিন রাঙ্গুনিয়া শাখার সমন্বয়ক মহিউদ্দিন মুন্না’র সঞ্চালনায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) একেএম সুজাউদ্দিন, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান আবদুল মাবুদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম , সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন , অর্থ সম্পাদক জগলুল হুদা, বিডি ক্লিন রাঙ্গুনিয়া শাখার সহ-সমন্বয়ক ইমন হোসেন প্রমুখ।
বিডি ক্লিন রাঙ্গুনিয়ার দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান
0
Share.