বুধবার রাঙ্গুনিয়ায় ছালেকুর রহমান শাহ’র ওরশ

0

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নে “ রাহে ভান্ডার দরবারে রহমানিয়া”য় হযরত ছালেকুর রহমান শাহ (রহ:) এর ৫৩ তম বার্ষিক ওরশ নানা কর্মসূচির মধ্যে দিয়ে বুধবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ওরশে আমন্ত্রণ জানিয়েছেন দরবারের সাজ্জাদানশীন শাহ্জাদা খালেকুন নুর সিকদার, মীর তৌহিদুল ইসলাম, মো. জাফর ছালেক সিকদার, জাফর ছাদেক, জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর, মীর মো. জসিম, মো. ছালেহ জহুর ও মো. আবু ছালেহ।

Share.

Leave A Reply