রাঙ্গুনিয়া প্রতিনিধি
বাংলাদেশ শিক্ষক সমিতি রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জন বড়–য়া বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত হয়েছেন। ১১ জুলাই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে ট্রাস্টি নির্বাচিত করা হয়েছে। শিক্ষক রঞ্জন বড়–য়ার বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ ঘাটচেক এলাকায়। তিনি সরফভাটা ভূমিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া তিনি রাঙ্গুনিয়া উপজেলা বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। রঞ্জন বড়–য়া ট্রাস্টি নির্বাচিত হওয়ায় বিভিন্ন শিক্ষক সমিতি ও বিভিন্ন বৌদ্ধ সংগঠনের নেতৃবৃন্দরা অভিনন্দন জানিয়েছেন।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত হলেন শিক্ষক রঞ্জন
0
Share.