ভারতে মারা গেছেন রাঙ্গুনিয়ার ব্যবসায়ী জাফর

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
ভারতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন রাঙ্গুনিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মো. আবু জাফর (ইন্নানিল্লাহে..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুর পাড়া এলাকার ঐতিহ্যবাহী হাবিব পরিবারের কৃতি সন্তান। সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় আধুরপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
প্রয়াত আবু জাফরের ছোট ভাই মো. মোজাহেরুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাই এ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর গত বুধবার (২ ডিসেম্বর) বেলা পৌনে ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন। তিনি চন্দ্রঘোনা হাবিব কমপ্লেক্স, চন্দ্রঘোনা ফাইভ স্টার ফিলিং স্টেশনের মালিক। এছাড়া চন্দ্রঘোনা টিউলিপ স্কুল পরিচালনা কমিটি, হাবিব পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সাথে তিনি জড়িত ছিলেন। পরিবারে ৩ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি সবার বড় সন্তান। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ৩ মেয়ে ও ২ ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। আবু জাফরের মৃত্যুতে চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগরসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Share.

Leave A Reply