রাঙ্গুনিয়ায় ইউপি নির্বাচনে সদস্য পদে নতুন মুখের পাশাপাশি বর্তমান ইউপি সদস্যরাও প্রার্থী হয়েছেন। প্রার্থীরা বেশির ভাগই ক্ষমতাসীন দল ও অঙ্গ সংগঠনের পদ পদবীতে রয়েছেন। ভোটাররা কেউ কেউ চান পুরনোদের আবার কেউ চান পরিবর্তন। তবে নির্বাচনী লড়াইয়ে রোববার (২৮ নভেম্বর) ১৩ ইউনিয়নে কে কে হচ্ছেন ইউপি সদস্য দেখার অপেক্ষায়। বিভিন্ন ইউনিয়ন ঘুরে ইউপি সদস্য প্রার্থী যাদের সাথে কথা হয়। পোমরা ইউনিয়নে আহমদ কবির, দিদারুল আলম, আবু তাহের,শফিউল আলম, ইব্রাহিম হোসেন, আলমগীর তালুকদার রনি, সরফভাটা ইউনিয়নে মাহবুব আলম, কোদালায় নুরুল আজিম, ইসহাক সওদাগর, ফজল করিম, মো. কাঞ্চন, দক্ষিণ রাজানগর রফিকুল ইসলাম, চন্দ্রঘোনা-কদমতলী মো.আজিম, রেজাউল করিম, হাছান সিকদার, ইসলামপুর ইউনিয়নে ছালেহ আহমদ, বেতাগীতে মো. ছৈয়দ সাঈদ, সরফভাটা আবু তাহের রিপন। সব প্রার্থীদের প্রতিশ্রুতি নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থাকবেন, সেবা করবে . Report- Abbas Hossain aftab
ভোটাররা কেউ চান পুরনোদের, কেউ চান পরিবর্তন
0
Share.