নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে যানবাহন চালক ও যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেছেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। এই সময় তাঁকে সহযোগিতা করেন সহকারি কমিশনার (ভূমি) রাজিব চৌধুরী। রোববার (৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রোয়াজারহাট, মরিয়মনগর চৌমুহনী ও চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় যানবাহন চালক ও যাত্রীদের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, ” করোনাভাইরাস থেকে রক্ষা পেতে অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে মাস্ক বিতরণ কর্মসূচি গ্রহন করা হয়। মাস্ক ব্যবহারের পাশাপাশি সবাইকে সরকারি নির্দেশনা অনুৃযায়ী স্বাস্থ্যবিধি মানতে হবে।”
যানবাহনে মাস্ক বিতরন করলেন রাঙ্গুনিয়ার ইউএনও
0
Share.