চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ রাজনীতিক সাদেকুননূর সিকদার ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি….রাজেউন)। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টা ১৫ মিনিটে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
প্রবীণ আওয়ামী লীগ নেতা সাাদেকুননূর সিকদারের ইন্তেকাল, তথ্যমন্ত্রীর শোক
0মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে কয়েকমাস ধরে চিকিৎসাধীন ছিলেন। রাজনীতিক ও সমাজ হিতৈষি সাদেকুননুর সিকদার রাঙ্গুনিয়া মহিলা কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা, উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান ও রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য ছিলেন। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদারের বড় ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ পুত্র ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
Share.