রাঙ্গুনিয়ার ইউএনও করোনা আক্রান্ত

0

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস করোনা আক্রান্ত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি ) বিকেলের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা সংগ্রহকারী সিদুল সিকদার বলেন, উপসর্গ থাকার কারনে বুধবার (১৯ জানুয়ারি) সকালে ইউএনও মহোদয় নমুনা দেন। নমুনা পরীক্ষার পর দুপুরে জানা যায় তাঁর করোনা পজিটিভ।”
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ সাধন চাকমা বলেন, ” ইউএনও স্যার উপজেলা ক্যাম্পাসের বাসায় আইসোলেশনে আছেন। সামান্য উপসর্গ আছে। ‘
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মেজবাহ উদ্দিন আহমেদ ফাহিম বলেন, “ “ রাঙ্গুনিয়ায় এই পর্যন্ত করোনা পরীক্ষার জন্য ৫৭৪০ টি নমুনা সংগ্রহ করা হয। তাঁদের মধ্যে পজিটিভ শনাক্ত হয়েছেন ১৭২৪ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ২৭ জন। সুস্থ হয়েছেন ১৬০০ জন। আর বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন ৬১ জন।”

Share.

Leave A Reply