রাঙ্গুনিয়ার কোদালায় মন্দিরে দূর্ধর্ষ চুরি

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের বণিক পাড়ায় যুব সংস্থা পরিচালিত শিব দূর্গা মন্দিরে গতকাল সোমবার( ৯ নভেম্বর) রাতে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল মন্দিরে গ্রীলের দরজা কেটে চুরির ঘটনা ঘটায়। এই ঘটনায় রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।
কোদালা ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদার বলেন, “ মন্দিরের চুরির বিষয়ে আমাকে কেউ অবগত করেনি। তারপরও চুরির ঘটনার বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছি।”
মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুভাষ ধর ও সাধারণ সম্পাদক অধ্যাপক দীপেন ধর বলেন, গভীর রাতে মন্দিরের দরজার গ্রীল কেটে পূজার সামগ্রী, মূল্যবান ধাতুর থালাবাটি, মূল্যবান ধাতুর শিব মূর্তি, পিতলের ঘন্টা ও মূল্যবান আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। সকালে পূজার্থীরা মন্দিরে আসলে চুরি ঘটনার বিষয় বুঝতে পারেন। এছাড়া কোদালার বণিক পাড়ায় গত এক সপ্তাহে ৮ থেকে ১০ টি নলকূপ চুরি করে নিয়ে যায়। ”

Share.

Leave A Reply