রোববার (১৯ সেপ্টেম্বর) তারা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।তৃণমূলের সংগঠক প্রবীন এই দুই আওয়ামী লীগ নেতার মৃত্যুর সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। প্রয়াতদ্বয়ের আত্মার শান্তিকামনা করেন এবং তাদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
রাঙ্গুনিয়ার সন্তান তথ্য ও সম্প্রচার মন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, হাজী সিরাজুল হক ও সুলতান আহমেদ মেম্বার ছিলেন দক্ষ সংগঠক ও দলের তৃনমূলে নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত তৃণমূল পর্যায়ের এ নেতাদ্বয়ের সাথে স্থানীয় জনগণের আত্মিক সম্পর্ক ছিল। জীবনে কোন লোভ লালসা তাঁদের মধ্যে ছিল না।
এছাড়া রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার তৃণমূলের দুই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।