রাঙ্গুনিয়ার পোমরা জামেউল উলুম মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান

0

নিজস্ব সংবাদদাতা : রাঙ্গুনিয়ার পোমরা জামেউল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার নব নিযুক্ত অধ্যক্ষের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (১২ ডিসেম্বর) সকালে প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি রাঙ্গুনিয়া সরকারি কলেজ ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মাবুদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিত অতিথি’র বক্তব্য দেন নবনিযুক্ত অধ্যক্ষ মাওলানা মারফতুন্নুর উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মুজিবুল হক কুতুবী, প্রাক্তন ছাত্র পরিষদের উপদেষ্টা মাওলানা মুহাম্মদ আবদুল কাদের,সহ-সভাপতি ও কর্ণফুলী সরকারি কলেজের অধ্যাপক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ও এনআরবি গ্লোবাল ব্যাংকের অফিসার ব্যাংকার মুহাম্মদ আনোয়ার হোসাইন শাওন, দপ্তর সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম, সদস্য মুহাম্মদ নূরুল ইসলাম, বদিউল আলম, সাইফুল ইসলামী, খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ও চুয়েট’র সহকারী রেজিস্ট্রার মোখতারুল মোস্ত টিপু ।

Share.

Leave A Reply