রাঙ্গুনিয়া প্রতিনিধি
দীর্ঘ ৫ বছর পর রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে ৪ জন ও সম্পাদক পদে ১১ জনসহ মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলেও গঠিত হয়নি নতুন কমিটি। বড়–য়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার তালুকদার। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইছহাক তালুকদার ও আবদুল্লাহ আল হান্নানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ইদ্রিচ আজগর, সদস্য আকতার হোসেন খান, চট্টগ্রাম উত্তরজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম আইয়ুব, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, স্থাস্থ্য বিষয়ক সম্পাদক মো. নিজাম উদ্দিন বাদশা, সদস্য নূর কুতুবুল আলম, এম এ হান্নান, মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়েশা আকতার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ, উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক মোরশেদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু, ইউনিয়ন যুবলীগের সভাপতি জানে আলম মেম্বার, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জিয়াউদ্দিন মোহাম্মদ বাবর, ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম তালুকদার প্রমুখ।
রাঙ্গুনিয়ার বেতাগী আ.লীগের সম্মেলন
0
Share.