রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় মাহবুবুর রহমান হত্যা মামলার আসামি মো. আজিজুল ইসলাম চৌধুরীকে (৪৬) গ্রেফতার করেছে র্যাব-৭। রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার রানীরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. আজিজুল ইসলাম চৌধুরী উপজেলার ইসলামপুর ইউনিয়নের মো. গোলাম আকবর চৌধুরীর ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, মাহবুবুর রহমান হত্যার পর থেকে ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন মামলার আসামি মো. আজিজুল ইসলাম চৌধুরী। গোপন সংবাদে খবর পেয়ে তাকে রানীরহাট বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আজিজুল অকপটে স্বীকার করে যে, তিনি মাহবুবুর রহমান হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল। পরে তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন, “গ্রেফতার আজিজকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”
উল্লেখ্য, উপজেলার ইকরামপুর এলাকার আজিজ বাহিনী পূর্বশত্রুতার জেরে মাওলানা মাহবুবুর রহমানকে তার নিজবাড়ি থেকে ২০১৪ সালের নভেম্বরে তুলে নিয়ে এসে ঠান্ডাছড়ি গ্রামের পোস্ট অফিসের কাছে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে নির্মম ও নৃৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় তার পরিবার রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা দয়ের করেন। যার নম্বর, রাঙ্গুনিয়া থানা (২১.১১.১৪), জিআর নম্বর ২১২/১৪ ও দায়রা নম্বর ২৩২৫/১৮। এ মামলায় এজাহারভুক্ত আসামি আজিজুল ইসলাম চৌধুরী।
রাঙ্গুনিয়ার মাহবুব হত্যা মামলার আসামি আজিজ গ্রেফতার
0
Share.