রাঙ্গুনিয়ার রংধনু গণপাঠাগারে “বই আড্ডা ”

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় রংধনু গণপাঠাগারে শনিবার (১৬ অক্টোবর) “ বই আড্ডা”র আয়োজন করা হয়। পাঠাগারে বই আড্ডায় উপস্থিত ছিলেন ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সহসভাপতি ও বিটিভি’র প্রিভিউ কমিটির সদস্য গিয়াস উদ্দিন খাঁন স্বপন। অন্যদের মধ্যে বই আড্ডায় যোগ দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা।
এসময় পাঠাগারের অন্যতম উদ্যোক্তা লেখক মোরশেদুল ইসলাম পাঠাগারের কার্যক্রম তুলে ধরে বলেন, “ মানুষকে বই পড়ার জন্য উৎসাহিত করতে ২০০৮ সালে রংধনু গণপাঠাগারের যাত্রা শুরু হয়। রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন কলেজ রোডে এই পাঠাগারে রয়েছে বিখ্যাত লেখকদের বই। পাশাপাশি শিশু-কিশোরদের পড়ার উপযোগী বইও রয়েছে। পাঠাগারে স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বয়সী পাঠক পাঠাগারে বসে বই পড়ার সুযোগ পান। এছাড়া বই বাড়িতে নিয়েও পড়েন অনেক পাঠক। পাঠাগারকে সমৃদ্ধ করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Share.

Leave A Reply