রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর মধ্যম সরফভাটা এলাকায় হযরত খাজা মঈনুদ্দিন চিশতি (রহ:) ওরশ বৃহষ্পতিবার (১৮ মার্চ) রাতে অনুষ্ঠিত হয়েছে। সরফভাটা ইউপি’র সাবেক চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফির সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন দরবারে আজিজিয়া’র শাহজাদা মাওলানা সৈয়্যদ আবদুলাহ আল্ নোমান শাহ্ আল্-মাইজ ভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন মো. আজাদ শাহ্ আল্-মাইজভান্ডারী। উপস্থিত ছিলেন আয়োজক কমিটির মো. ওবাইদুলাহ সওদাগর। মাহফিল শেষে সারারাতব্যাপী কাওয়ালী গান পরিবেশিত হয়।
রাঙ্গুনিয়ার সরফভাটায় খাজা মঈনুদ্দিন চিশতির ওরশ
0
Share.