মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুচ ছমদ সওদাগর ও একই ইউপি’র সাবেক সদস্য আবুল কাশেমের স্মরণ সভা ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে সরফভাটা ইউপি কার্যালয়ে চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা রেড ক্রিসেন্টের সাধারন সম্পাদক মাষ্টার আসলাম খাঁন।
উত্তর জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সরফভাটা ইউপি’র সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী, এম. মুজিবুল ইসলাম সরফি, আব্দুল জব্বার, শামসুল ইসলাম, মোবারক আলী, আহসান হাবিব, আবুল কালাম মেম্বার, মোহাম্মদ হোসেন মেম্বার, মুক্তিযোদ্ধা কালাম চৌধুরী, জমির হোসেন, খোরশেদ আলম সুজন, খাইরুজ্জামান মেম্বার, মোহাম্মদ হোসেন, নুরুল ইসলাম তালুকদার, কেফায়েত আনোয়ার, ইদ্রিচ মেম্বার, আনোয়ারুল ইসলাম, ডা. আবুল ফজল, সেলিম জাহাঙ্গীর, আবুল বয়ান, মো. আলী সওদাগর, আব্দুল সবুর, জাহাঙ্গির আলম, মো. শুক্কুর, মৌলানা রেজাউল করিম, আলমগীর চৌধুরী, মাহবুবুল আলম সিকদার প্রমুখ। স্বরণ সভায় বক্তারা বলেন, সারাজীবন সমাজে মানুষের কল্যানে কাজ করে গেছেন সাবেক মেম্বার আব্দুচ ছমদ সওদাগর ও আবুল কাশেম। মানুষের ভালোবাসা ও দোয়ায় তারা স্বর্গবাসী হবেন।