রাঙ্গুনিয়ার হোছনাবাদে ওয়ার্ড আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

0

জগলুল হুদা :
রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ইউনিয়নের নিশ্চিন্তাপুর বাজার প্রাঙ্গণে শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাওলানা লিয়াকত মাস্টারের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দানু মিয়া। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসীম বরণ সুশীল।

ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঈন উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আতাউর রহমান তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, দপ্তর সম্পাদক আবু তাহের, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, সদস্য প্রকৌশলী অলি আহাম্মদ, যুব ও ক্রীড়া সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, উপ-দপ্তর সম্পাদক হালিম আব্দুল্লাহ, উপ-প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাদশা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো. লোকমান, মো. আলমগীর, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগ সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল, উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আলম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবি-উর রহমান সান প্রমুখ।

জিএইচ/জিই

Share.

Leave A Reply