রাঙ্গুনিয়ার ৮৬ বৌদ্ধ বিহারে ১২ লক্ষাধিক টাকার নগদ অর্থ হস্তান্তর

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ার ৮৬টি বৌদ্ধ বিহারে ১২ লাখ ৪ হাজার টাকার নগদ অর্থ হস্তান্তর করা হয়েছে। প্রবারণা পূর্ণিমা উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র সহযোগিতায় এই নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) দুপুরে ইছাখালী কেন্দ্রীয় অশোকরাম বৌদ্ধ বিহারে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ধর্মসেন মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। উপজেলা বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক রঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন উপজেলা বৌদ্ধ সমিতির সভাপতি সুমঙ্গল মহাস্থবির। ধর্মদেশক ছিলেন উপজেলা বৌদ্ধ কৃষ্টিপ্রচার সংঘের সভাপতি জ্ঞানবংশ মহাস্থবির, রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির মহাসচিব সুনন্দ স্থবির। উপস্থিত ছিলেন দীপংকর থের, বৌদ্ধ সমিতির নেতা আশিষ বড়ুয়া, রাজেন তালুকদার শিবলু, মাস্টার অরুণ বড়ুয়া, সোহেল তালুকদার, তরুণ বড়ুয়া প্রমুখ। শেষে বৌদ্ধ বিহারের পরিচালকদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

 

Share.

Leave A Reply