রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের দায়ে কয়েকটি স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ১ লাখ ৫০০ টাকা। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মরিয়মগর চৌমুহনী , রোয়াজারহাট, ঘাটচেক ও দক্ষিণ রাজানগরে পৃথক অভিযান চালান ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. মাসুদুর রহমান। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ।
ভ্রাম্যমান আদালত জানায়, সড়কের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে পৃথক অভিযানে মরিয়মনগর চৌমুহনী এলাকায় ওসমান গনিকে ৩০ হাজার টাকা, ঘাটচেক এলাকায় মো. সেকান্দরকে ৩০ হাজার টাকা, মাহাবুবুল আলমকে ৩০ হাজার টাকা, আবু তাহেরকে ১০ হাজার টাকা ও দক্ষিণ রাজানগরে মো. সেলিম উদ্দিনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে রোয়াজারহাট এলাকায় ভেঙ্গে দেয়া হয়েছে অবৈধ স্থাপনা।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “ সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের দায়ে স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে, জরিমানাও করা হয়েছে। ”
রাঙ্গুনিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, লক্ষাধিক টাকা জরিমানা
0
Share.