রাঙ্গুনিয়ায় অযথা ঘুরাঘুরি ভ্রাম্যমান আদালতের জরিমানা

0

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় বিনা প্রয়োজনে ঘুরাঘুরি ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) রাঙ্গুনিয়া উপজেলার শািন্তরহাট, গোচরা, ক্ষেত্রবাজার, রোয়াজারহাট, মরিয়মনগর এলাকায় দিনভর অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) রাজীব চৌধুরী। অভিযানে নয়টি মামলায় ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ।
শুক্রবার বিকেলের দিকে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, চট্টগ্রাম-কাপ্তাই সড়কে সীমিত আকারে সিএনজি চালিত অটোরিক্সা চলাচল করতে দেখা গেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী অনেকেই বিভিন্ন পণ্যের দোকান খোলা রেখেছেন।।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী বলেন, “ লোকজনকে কঠোর বিধিনিষেধ মানাতে প্রতিদিন অভিযান চালানো হবে। সরকারি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ”

Share.

Leave A Reply