রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের দোয়া মাহফিল

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার করোনা আক্রান্ত হয়ে বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ। শনিবার (২০ মার্চ) দুপুরে উপজেলার ইছাখালী কেন্দ্রিয় জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আকতার হোসেন খাঁন, আবদুল কাইয়ুম তালুকদার, ইকবাল হোসেন, এম এ মান্নান চৌধুরী, মুজিবুল ইসলাম সরফী, মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, জসিম উদ্দিন তালুকদার, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, এমরুল করিম রাশেদ, আবু তাহের, আরিফুল ইসলাম চৌধুরী, জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, কামাল উদ্দিন চৌধুরী, আবদুর রহিম, কাউছার নূর লিটন, ফারুক আহমেদ চৌধুরী, মোহাম্মদ সেলিম, আবদুল রউফ মাস্টার, আহসান হাবিব, একতেহার হোসেন, শওকত হোসেন সেতু, মুসলিম উদ্দিন, হান্নান চৌধুরী, ইছহাক তালুকদার, হালিম আবদুল্লাহ, জালাল উদ্দিন কাউন্সিলর, বদিউল খায়ের লিটন চৌধুরী, ওমর ফারুক, মাহমুদুল হাসান বাদশা, নাছির উদ্দিন রিয়াজ, দিদারুল আলম, রাসেল রাসু প্রমুখ। মাহফিলে দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা রহমত উল্লাহ।

Share.

Leave A Reply