রাঙ্গুনিয়া প্রতিনিধি :
“মানব কেন্দ্রিক পুনরুদ্ধারের জন্য স্বাক্ষরতাঃ ডিজিটাল ডিভাইস সংকুচিত করা” এই শ্লোগানে রাঙ্গুনিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে বুধবার (৮ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা মর্জিনা আক্তারের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হিন্দোল বারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার প্রমুখ।
রাঙ্গুনিয়ায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
0
Share.