নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা, সিপিপি এর ৫০ বছর পূর্তি উদযাপন ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনার অধীনে মহড়া শেষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, তথ্যসেবা কর্মকর্তা মানসুরা বেগম, বেসরকারি সংস্থা এওয়াকের জিয়াউর রহমান প্রমুখ।
রাঙ্গুনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
0
Share.