রাঙ্গুনিয়া প্রতিনিধি
ঢাকা আহ্ছানিয়া মিশন কর্তৃক বাস্তবায়নাধীন “আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম” (পিইডিপি-৪), সাব-কম্পোনেন্ট ২.৫ রাঙ্গুনিয়া উপজেলার সম্ভাব্য উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সৈয়দবাড়ি বিআইজেডএইচ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত পরীক্ষা চলে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, উপজেলা শিক্ষা অফিসার মো. হিন্দোল বারী, উপজেলা প্রাথমিক শিক্ষক কমিটির সভাপতি আব্দুল গফুর, সাধারন সম্পাদক রঞ্জন বড়ুয়া, ঢাকা আহ্ছানিয়া মিশন আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রামের উপজেলা প্রোগ্রাম ম্যানেজার সানি বড়ুয়া ও বাঁশখালী উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মো. সেলিম উদ্দিন।