রাঙ্গুনিয়ায় এওয়াক’র বার্ষিক সভা

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
এসোসিয়েশন ফর উইমেন ইম্পাউয়ারমেন্ট এন্ড চাইল্ড রাইটস-এওয়াক’র উদ্যোগে রাঙ্গুনিয়া কলেজ রোড সংলগ্ন কার্যালয়ে সংস্থাটির বার্ষিক বাজেট পেশ, অডিট, কার্যকরী পরিষদ নির্বাচনসহ বিবিধ বিষয়ে বার্ষিক সাধারণ সভা শনিবার (১৬ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এওয়াকের সভাপতি মাস্টার খিজির হায়াতের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন এওয়াকের নির্বাহী সদস্য, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সহসভাপতি ও বিটিভি’র প্রিভিউ কমিটির সদস্য গিয়াস উদ্দিন খাঁন স্বপন। সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজীর সঞ্চালনায় বক্তব্য দেন সহসভাপতি সাজেদা বেগম, সদস্য ইকবাল হোসেন, মো. সোলায়মান, আবু খালেদ, কোষাধ্যক্ষ ইরান শাহ, সদস্য সাধনা বড়–য়া, মো. শাহজান, শাখাওয়াত হোসেন, শাহ আলম, নির্মল কুমার বড়–য়া, জেসমিন আক্তার, আশরাফুল আলম, নীলিমা বড়–য়া প্রমুখ।

Share.

Leave A Reply