রাঙ্গুনিয়ায় করোনা সংক্রমন বাড়ছে

0

এম এ হোসাইন : রাঙ্গুনিয়ায় করোনা সংক্রমন বাড়ছে। তুলনামূলকভাবে সংক্রমন উর্ধ্বমুখী। সচেতনতার পাশাপাশি মাস্ক ও সুরক্ষা সামগ্রী ব্যবহারের পরামর্শ দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে মোট নমুনা সংগ্রহ করা হয়েছিল ৮৫ জনের। প্রথম সপ্তাহে করোনা পজিটিভ ২ জন , দ্বিতীয় সপ্তাহে ৩, তৃতীয় ও চতুর্থ সপ্তাহে ১৬ জন। এ মাসে (নভেম্বর) মোট নমুনা সংগ্রহ ১৪০ জনের। প্রথম সপ্তাহে করোনা পজিটিভ ৭, দ্বিতীয় সপ্তাহে পজিটিভ না থাকলেও তৃতীয় সপ্তাহে ৬ জনের দেহে করোনা পাওয়া যায়। শেষ সপ্তাহে আক্রান্ত বেড়ে গিয়ে ১১ জন হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ও করোনাবিষয়ক ফোকাল পারসন মেজবাহ উদ্দিন আহমেদ ফাহিম বলেন, “ অক্টোবর মাসের চেয়ে নভেম্বর মাসের করোনা আক্রান্তের হার বেড়েছে। শীতে আশংকা অনুযায়ী কোভিড রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালে আসা সন্দেহভাজন রোগীকে কোভিড পরীক্ষা করাতে বললে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন না। করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে । সবাইকে মাস্ক অবশ্যই পড়তে হবে।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া সোমবার (৩০ নভেম্বর) পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী রাঙ্গুনিয়ায় করোনা সংক্রমনের শুরু থেকে (এ বছরের এপ্রিলের প্রথম সপ্তাহ) ১৩৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৩২৩ জনের ফলাফল পাওয়া গেছে। পজিটিভ রোগীর সংখ্যা ২৬৮ জন। সুস্থ রোগীর সংখ্যা ২৩৯ জন। বাড়িতে আইসোলেশনে রয়েছেন ১৯ জন। হাসপাতাল আইসোলেশনে ১ জন। করোনা আক্রান্তে হয়ে মোট মৃত্যু ৯ জন।

Share.

Leave A Reply