রাঙ্গুনিয়ায় কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা , ইউএনও’কে স্মারকলিপি

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে রাঙ্গুনিয়া উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা টেকনিক্যাল পদ মর্যাদা ঘোষণা, বৈষম্য ও বঞ্চনা নিরসনের দাবি বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করছেন। বন্ধ রয়েছে টিকাদান কার্যক্রম। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহষ্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. মাসুদুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছেন। উপজেলার ১৫ ইউনিয়নের মাঠ পর্যায়ের ৫৪ জন স্বাস্থ্য সহকারী কর্ম বিরতি পালনে অংশ নেন। স্মারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের আহবায়ক জয়ন্ত কুমার চৌধুরী, সদস্য সচিব নেভী আক্তার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শিখা রানী চৌধুরী, আবু বক্কর, কাজী মনসুর আহমদ, মো. সাইফুল ইসলাম, সুমি আক্তার, রনজিত দাশ প্রমুখ।
রাঙ্গুনিয়া হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের আহবায়ক জয়ন্ত কুমার চৌধুরী বলেন, ২৬ নভেম্বর থেকে কর্মবিরতি পালন চলছে। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির ঘোষণা মোতাবেক দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্ম বিরতি চলবে। ”

Share.

Leave A Reply