রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস’র উদ্যোগে দিনব্যাপি “ পিয়ার লানিং প্রশিক্ষণ ” বৃহষ্পতিবার (২৭ মে) উপজেলা কারিতাস কার্যালয় মিলনায়তনে সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ উদ্বোধন করেন কারিতাস কেন্দ্রীয় অফিসের সিনিয়র ম্যানেজার (সুফল – ২) সঞ্জীব মন্ডল। প্রশিক্ষণে অন্লাইনে সংযুক্ত হয়ে প্রশিক্ষণ দেন কারিতাস অফিসের পিসি (সুফল-২) প্রভাতি জি রোজারিও। প্রশিক্ষক সহায়ক ছিলেন জসিন্তা দাস, মার্শাল ডি কস্তা, এলিনর ট্রিনচেরা। প্রশিক্ষণে প্রসবজনিত বিপদচিহ্ন এবং করণীয়, গর্ভবতী মায়েদের প্রাকৃতিক খাবারের সুবিধা, মা ও শিশু স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়। শিশু সুরক্ষা বিষয়ে আলোচনা করেন কারিতাস রাঙ্গুনিয়া কার্যালয়ের মাঠ কর্মকর্তা (সুফল-২) গৌরি ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন কারিতাস’র মাঠ কর্মকর্তা জসিম উদ্দিন। প্রশিক্ষণে রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নের ধাত্রীরা অংশগ্রহন করেন।
রাঙ্গুনিয়ায় কারিতাস’র উদ্যোগে দিনব্যাপি প্রশিক্ষণ
0
Share.