রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় কারিতাসের আয়োজনে নবান্ন উৎসব পালন করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া গ্রামে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত স্থানীয় নারীদের নিয়ে হস্তশিল্প ও পিঠা বানানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস সুফল-২ প্রকল্পের রাঙ্গুনিয়া উপজেলা কার্যালয়ের মাঠ কর্মকর্তা গৌরি ভট্টাচার্য্য। প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন। বক্তব্য দেন সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলম, ইউ পি সদস্য মাহবুব আলম , রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, সংবাদকর্মী মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে পাটি বুনন, সেলাই, পিঠা বানানোসহ ৬ ক্যাটাগরীতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। আগের দিন রোববার (২০ডিসেম্বর) উপজেলার ইসলামপুর ইউনিয়নের রইস্যাবিলি এলাকায় স্থানীয়দের নিয়ে একইভাবে নবান্ন উৎসব আয়োজন করেন কারিতাস।
রাঙ্গুনিয়ায় কারিতাসের আয়োজনে নবান্ন উৎসব
0
Share.