রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চিংড়ির মাথায় ক্ষতিকর কৃত্রিম জেলি ঢুকিয়ে বিক্রি করার জন্য আড়তে রাখা ৬০ কেজি চিংড়ি জব্দ করে নষ্ট করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইফতেখার ইউনুস। শুক্রবার (৮ অক্টোবর) সকালে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের চৌমুহনী এলাকায় কামাল সওদাগরের মালিকানাধীন খাজা আজমির ফিশিং নামে মাছের আড়তে অভিযান চালিয়ে জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। আড়তের মালিক কামাল সওদাগরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে ও রাঙ্গুনিয়া থানা-পুলিশ। উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, ” ইলিশের নিষিদ্ধ সময়ে ইলিশ মজুত ও বিক্রয় ঠেকাতে মাছের আড়তে অভিযানের সময় ক্ষতিকর কৃত্রিম জেলিযুক্ত চিংড়ি পাওয়া যায়। চিংড়ির ওজন বাড়াতে ও তাজা রাখতে সিরিঞ্জ দিয়ে মাছের মাথায় কৃত্রিম জেলি ঢুকিয়ে দেয়া হয়। জেলি দেয়ার কারনে এক কেজি মাছে ২৫০ গ্রাম পর্যন্ত ওজন বাড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার মেজবাহ উদ্দিন আহমেদ ফাহিম বলেন, ” কৃত্রিম জেলি খেলে খাদ্যনালী ও পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। কিডনি সমস্যা দেখা দিতে পারে। এমনকি মানুষের চামড়ায় লাগলে চর্মরোগও হতে পারে। ” উল্লেখ্য মা ইলিশের প্রজনন নিরাপদ রাখার লক্ষ্যে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ ধরা, বিপনণ, মজুত ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। রাঙ্গুনিয়ায় ইলিশ মজুত ও বিক্রি ঠেকাতে অভিযান অব্যাহত রয়েছে।
রাঙ্গুনিয়ায় কৃত্রিম জেলিযুক্ত চিংড়ি জব্দ , ২৫ হাজার টাকা জরিমানা
0
Share.