রাঙ্গুনিয়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

0

রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় ২৫৫০ জন কৃষকের মাছে শস্য ও ধান বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩৫০ জনকে সার ও বীজ এবং ২২০০ জন কৃষককে হাইব্রীড বীজ বিতরণ করা হয়। বৃহষ্পতিবার (৩ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার । উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহানুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফা কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খায়রুল বশর প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধান, ভুট্টা,গম, সরিষা, চীনা বাদাম , শীতকালিন মুগ ও সার প্রণোদনা হিসেবে দেয়া হয়।

Share.

Leave A Reply