রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় ৪৩০ জন কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার (২৯ জুন) সকালে উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গনে এসব সামগ্রী বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। প্রধান আলোচক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আইয়ুব রানা, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী রমিজ আহমেদ, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. শহীদুজ্জামান, কৃষিবিদ রুবায়েত রাশেদ প্রমুখ। আলোচনা শেষে খরিপ-২ মৌসুমে আমন ধানের প্রণোদনা হিসেবে ৩৮০ জনকে ৫ কেজি করে উফশী, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি বিতরণ করা হয়। এছাড়া ৫০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড বীজ , ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেয়া হয়।
রাঙ্গুনিয়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
0
Share.